উদ্বৃত্ত ৪৫ লাখ মেট্রিক টন, তবুও কমছে না কেন চালের দাম | Wholesale Rice...
আমন ধানের এখন, ভরা মৌসুম। এই তো, কিছুদিন আগেই শেষ হলো, ধান কাটা। কৃষকের ঘরে ঘরে এখন, নতুন ধান। এবার ধানের, বাম্বার ফলন হয়েছে। সরকারি হিসেবেই উদ্বৃত্ত আছে, ৪৫ লাখ মেট্রিক টন, ধান। যেখানে এই সময়ে, চালের দাম কমার কথা, সেখানে চালের দাম কমার, লক্ষণ নেই। চালের দামের বর্তমান পরিস্থিতি জানতে, আজ আমরা এসছি, বাংলাদেশের, অন্যতম বড়, পাইকারি চালের আড়ত, মোহাম্মদপুর কৃষি মার্কেট। এখানকার খুচরা ও পাইকারি, ব্যবসায়ীদের কাছ থেকে জানবো, চাল বাজারের, হালচাল।
সাত-আট মাস আগে, হঠাত চালের বাজার, অস্থির হয়ে ওঠে। খুচরা বাজারে, প্রতি কেজি চালের দাম, ১০ থেকে ১৫ টাকা, বেড়ে যায়। তার পর আর, দাম, কমে নি। পাইকারি চাল ব্যবসায়ীরা বলছেন, সরু চালের দাম বাড়লেও, মোটা চালের দাম, বাড়ে নি। কারণ, উতপাদনের চেয়ে, সরু চালের, চাহিদা বেশি। তাই, সরু চালের দাম কমার, সম্ভাবনা নেই।
No comments