মোহাম্মদপুর কৃষি মার্কেট বাজারে টাটকা সতেজ নানা মাছ | fish price in bang...


প্রতিদিনের পাতে, মাছ ছাড়া, চলেই  না। কিন্তু সব বাজারে, ভালো মাছ, পাওয়া যায় না। আবার ভালো মাছ মিললেও, দামে মেলে না। কোথায় পাওয়া যায়, ভালো মাছ। আমরা আজ এসছি, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মাছের বাজারে। এখানে পাওয়া যায়, বিভিন্ন রকমের, টাটকা-সতেজ মাছ। আমরা এখন, বাজারটি ঘুরে দেখবো, কি কি মাছ, পাওয়া যায়, এখানে।

মোহাম্মদপুর কৃষি মার্কেট, নানা পণ্যের জন্য বিখ্যাত হলেও, এখানকার মাছ বাজারটিও, সমৃদ্ধ। অন্যান্য বাজারের চেয়ে এখানে, মাছের দাম একটু, বেশি। তবে মাছের, মান ভালো। তাই, বাজারটিতে ভিড় করেন, অনেক মানুষ। ভালো মানের মাছ কিনতে, আসতে  পারেন এই, বাজারে।

No comments

Powered by Blogger.