রায়েরবাজার সাদেক খান আড়তে কম দামে হাঁস মুরগি । Chicken Wholesale Market ...

রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশেই, সাদেক খান, হাঁস-মুরগির আড়ত। রাত বারোটার পর থেকেই, এই আড়ৎটি, জমে ওঠে। নগরীর বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ী ও, ফেরি করে যারা হাঁস-মুরগি বিক্রি করেন, তারা আসেন এখানে, মুরগি কিনতে। সকাল নয়টা-দশটা পর্যন্ত এখানে থাকে, মানুষের, উপচেপড়া ভিড়। আমরা আজ এই আড়তের, ব্যবসায়ীদের সাথে, কথা বলে জানবো—হাঁস-মুরগির,  দরদাম! 
 
পাইকারি মার্কেট হলেও, সাদেক খান আড়তে, এক পিস হাঁস-মুরগিও, বিক্রি হয়। দামও, অনেক কম। একারণে, দিনভর এখানে, নগরীর বিভিন্ন এলাকা থেকে, হাঁস-মুরগি কিনতে আসেন, অনেকেই। তাই কম দামে, হাঁস-মুরগি কেনার জন্য, নির্ভরযোগ্য মার্কেট, সাদেক খান, আড়ত। 

No comments

Powered by Blogger.