১০০ টাকায় ছাঁদ বাগানে দেশি বিদেশি ফুল ফল । rooftop gardening in bangladesh

অনেকেই, ছাঁদে বাগান করতে, পছন্দ করেন। কারো আবার পছন্দ, বারান্দায় টবে, ফুল, বাগান বিলাস ও অর্কিড লাগানো। কারও পছন্দ, নয়নাভিরাম, ক্যাকটাস। এসবই পাবেন, বায়েরবাজার বুদ্ধিজীবী, কবরস্থানের, এক নম্বর, গেটের পাশে, সবুজ অরণ্য, নার্সারিতে। আমরা কথা বলছি, এই নার্সারির, স্বত্বাধিকারী লিয়াকত ইসলামের, সঙ্গে। আমরা নানা রকম, ফুল-ফলের, গাছ সম্পর্কে জানবো, তার, কাছ থেকে। 


ছাঁদ কিংবা বারান্দায় যারা ফুল-ফলের গাছ লাগাতে পছন্দ করেন, তাদের অনেকেই জানেন না কম দামে কোথায় এগুলোর চারা পাওয়া যায়। তারা সবুজ অরণ্য নার্সারিতে মাত্র ৫০ টাকা থেকে ১০০শ দেড়শ টাকায় কিনতে পারেন নানা রকম ফুল-ফুল ও গাছের চারা।  

No comments

Powered by Blogger.