পাইকারি বাজারেও আলু, পেঁয়াজ ও রসুনের দাম বাড়লো। mohammadpur krishi marke...

প্রতিদিনের রান্নায় পেঁয়াজ, রসুন ও আলু ছাড়া চলেই না। প্রতিবছর পেঁয়াজের দাম অনেক বাড়লেও এবার  তেমনটা বাড়ে নি। বাজার ঘুরে দেখা যায়, কোথাও এখন পুরনো পেঁয়াজ নেই, সবই মুড়ি কাটা পেঁয়াজ। সঙ্গে আছে ভারতীয় পেঁয়াজ, কিন্তু দেশি পেঁয়াজের চেয়ে ভারতীয় পেঁয়াজের দাম অনেক বেশি। আমরা আজ এসছি, বাংলাদের অন্যতম বৃহত্তম কৃষিপণ্যের আড়ত মোহাম্মদপুর কৃষি মার্কেট। কথা বলছি, এই আাড়তের মুন্সিগঞ্জ বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী লিটন শেখের সঙ্গে। তার কাছ থেকে জানবো পেঁয়াজ-রসুনের পাইকারি দাম। 

বেশ কিছুদিন ধরেই খুচরা বাজারে আলু ২০ টাকা থেকে ২৫ টাকা কেজি দামে বিক্রি হচ্ছিলো। কিন্তু হঠাৎ করেই আলুর দাম বেড়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেল আলুর পাইকারি দাম আগের  চেয়ে কিছুটা বেড়েছে। তবে দাম যতটা বেড়েছে, তাতে আলুর দাম এতো বাড়ার কথা নয়। বাজারে এখন ৩০ টাকার নিচে ভালো মানের কোনো আলু নেই। মুন্সিগঞ্জ বাণিজ্যালয়ের বিক্রয় কর্মী মৃদুল হাসান জানালেন, পাইকারি বাজারে আলু কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়িছে। 

No comments

Powered by Blogger.