সাদেক খান বাজারে খুব কম দামে খাল বিলের মাছ । fish market in dhaka bangla...


প্রতিদিনের খাদ্যতালিকায় মাছ ছাড়া চলেই না। এই মাছ সবাই বাজার থেকে কিনে থাকেন। একই মাছের দাম একেক বাজারে একক রকম। এলাকা ভেদে মাছের দামে পার্থক্য হয়ে থাকে। তবে কোনো কোনো বাজারে মাছের দাম অনেক সস্তা। রায়ের বাজার সাদেক খান বাজারে রাজধানী ঢাকার যেকোনো বাজারের চেয়ে মাছের দাম অনেকটাই কম। আজ আমরা এই বাজারটি ঘুরে দেখবো, কি দামে বিক্রি হচ্ছে কোন, মাছ। 


মাছের আড়ত ও খুচরা বাজারের দামে সবসময় পার্থক্য থাকেই। তবে সাদেক খান মাছের বাজারের দামের সাথে আড়তের দামে খুব একটা পার্থক্য নেই। এ কারণে নগরীর বিভিন্ন এলাকা থেকে এ বাজারে মাছ কিনতে আসেন অনেকেই। তাই কম দাম মাছ কিনতে  চাইলে যেতে পারেন এই, বাজারে। 

No comments

Powered by Blogger.