কৃষি জমিতে লেবু চাষ করে মাসে লাখ টাকা আয় । lemon cultivation in bangladesh
অন্যান্য ফসলের চেয়ে লেবু চাষ লাভজনক। তাই ঢাকার ধামরাইয়ে কৃষিজমিতে চাষ হচ্ছে লেবু। জানালেন, লেবু চাষের সঙ্গে সংশ্লিষ্টরা।
৮০ শতাংশ জমিতে মাসে লেবু উৎপাদন হয় ১৫০ পণ (১ পণে ৮০ পিস) লেবু। এই লেবু বিক্রি করে পাওয়া যায় লাখ টাকার বেশি।
ধামরাই থেকে প্রতিদিন ৫০ থেকে ৬০ ট্রাক লেবু আসে ঢাকায়। বিক্রি করতে আনা হয় শ্যামবাজার, কারওয়ানবাজার ও যাত্রাবাড়ি আড়তে।
শ্রমিকরা সকাল আটটা থেকে বাগানে লেবু তোলা শুরু করে। চলে একটানা দেড়টা পর্যন্ত। একজন শ্রমিক দিনে লেবু তোলে পাঁচ বোল। একদিন কাজ করে তারা মজুরি পায় ৩৫০ টাকা।
গাছের বয়স এক বছর হলেই লেবু ধরে। লেবু পাওয়া যায় ৬ থেকে ৭ বছর। এরপর পুরোনো গাছ কেটে লাগানা হয় নতুন গাছ।
No comments