নিউ মার্কেটের ফুটপাতে কম দামে বাসন কোসন, হাঁড়ি পাতিল


রান্না করতে প্রতিদিনই লাগে, নানা রকমের, বাসন-কোসন ও হাঁড়ি-পাতিল। কোনোটি লোহার, কোনোটি স্টিল, কোনোটি আবার, অ্যালুমিনিয়ামের তৈরি। ওভেন ও ইনডাকশন চুলায় রান্না করতে লাগে, বিশেষ ধরনের হাঁড়ি-পাতিল। খাবার রান্না করতে যা কিছু লাগে, তার সবই পাওয়া যায়, ঢাকা নিউ মার্কেটের, পোস্ট অফিস গেটের ফুটপাতে। খুব সাশ্রয়ী মূল্যে, ব্র্যান্ডেড জিনিসও পাওয়া যায়, এখানে। আমরা কথা বলছি, রান্নাঘরের প্রয়োজনীয়, জিনিসপত্র বিক্রেতা, মোহাম্মদ রুবেলের সঙ্গে। তার কাছ শুনবো, কোন জিনিস তিনি, কত টাকায় বিক্রি করছেন।


নিউ মার্কেট ও রাজধানীর অন্যান্য মার্কেটের, রান্নাঘরের জিনিসপত্রের সাথে, এই দোকানের জিনিসপত্রের দামে, অনেক পার্থক্য রয়েছে। এখানে, খুব কম দামে বিক্রি হয়, মানসম্পন্ন বাসন-কোসন ও প্রয়োজনীয় জিনিস। তাই, যারা ন্যায্যমূল্যে রান্নাঘের হাড়ি-পাতিল ও প্রতিদিন কাজে লাগে, এমন জিনিস কিনতে চান, তারা আসতে পারেন এই, দোকানে। 

No comments

Powered by Blogger.